হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সকল স্তরের কর্মকর্তাবৃন্দের সাথে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় হাবিপ্রবির সংস্থাপন শাখার উপ-পরিচালক কৃষিবিদ ফেরদৌস আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি মো. মফিজুল ইসলাম মজনু। প্রধান আলোচক ছিলেন আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মো. মোর্শেদুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. মোর্শেদ উল আলম রনি।
এর আগে সভার শুরুতেই প্রশাসনিক ভবনের সম্মুখে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন ফেডারেশনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ