ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ও চুমুরদী ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত কুমার নদে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ১৪টি নৌকা অংশগ্রহণ করে।
ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী ও চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামবাসীর উদ্যোগে এই বাইচে হাজার হাজার দর্শক নদীর দুই পাড়ে দাঁড়িয়ে বাইচ প্রতিযোগিতা উপভোগ করে। বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। বাইচ শেষে প্রতিযোগীদের মাঝে চারটি ফ্রিজ ও ১০টি রঙিন এলইডি টিভি উপহার দেওয়া হয়।
বিকাল তিনটার পরেই চুমুরদী ইউনিয়নের আড়ুয়া মাঠ ক্রসখালী নামক স্থান থেকে প্রতিযোগিতা শুরু হয়ে চুমুরদী পুরাতন হাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার নদীপথ অতিক্রম করে প্রতিটি নৌকা। বাহারি পোশাকে সেজে বাদ্যের তালে নেচে-গেয়ে প্রতিযোগীরা আনন্দ উৎসবের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা নৌকাগুলো হলো-ভাঙ্গার মকরমপট্টি গ্রামের দহির উদ্দিনের নৌকা, আজিমনগর ইউপি চেয়ারম্যান মো. শাজাহান হাওলাদারের নৌকা, আলগী ইউপি চেয়ারম্যান ম ম ছিদ্দিক মিয়ার নৌকা, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ফকেপট্টি গ্রামের কাদের চোকদারের নৌকা ও বর্ণী গ্রামের কাশেম শিকদারের নৌকা, ভাঙ্গার সরইবাড়ি গ্রামের কমল বৈরাগির নৌকা, নগরকান্দার রামেরচর গ্রামের রেজাউল মাতুব্বরের নৌকা ও আশফরদি গ্রামের ওদুদ কাজীর নৌকা। এছাড়া ভাঙ্গার সম্রাট কাজী, আবুল মিয়া, কবির মিয়া, বাসুদেব বৈরাগী, গিয়াস মোল্লা ও জাহাঙ্গীর খানের নৌকা অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/এমআই