বগুড়া জেলা পরিষদ নির্বাচনে আটজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে আটজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।
বগুড়া জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র প্রত্যাহার শেষে চেয়ারম্যান পদে দুজন, সংরক্ষিত মহিলা আসনে ১৫ জন এবং বাকি ৩২ জন সাধারণ সদস্য পদের প্রার্থী থাকলেন। এছাড়া একক প্রার্থী থাকায় দুজন সাধারণ সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন। এর আগে মোট ৬৩ জন মনোনয়নপত্র জমা দেন। আটজন প্রত্যাহার এবং ছয়জনের মনোনয়ন বাতিল হয়। এখন সব মিলিয়ে প্রার্থী থাকলেন ৪৯ জন।
বগুড়া জেলা নির্বাচন কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, আগামী ১৭ অক্টোবর বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী। তারা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মকবুল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ। এছাড়া সাধারণ সদস্য পদে প্রার্থী ৩২ জন। এর মধ্যে ৪ নম্বর ওয়ার্ডে আবু সাঈদ ফকির ও ৫ নম্বর ওয়ার্ডে মনজু আরা বেগম একক প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন। ১ নম্বর ওয়ার্ডে তিনজন, ২ নম্বর ওয়ার্ডে পাঁচজন, ৩ নম্বর ওয়ার্ডে দুজন, ৬ নম্বর ওয়ার্ডে তিনজন, ৭ নম্বর ওয়ার্ডে তিনজন, ৮ নম্বর ওয়ার্ডে তিনজন, ৯ নম্বর ওয়ার্ডে দুজন, ১০ নম্বর ওয়ার্ডে দুজন, ১১ নম্বর ওয়ার্ডে চারজন এবং ১২ নম্বরে তিনজন প্রার্থী লড়াই করবেন।
সংরক্ষিত মহিলা আসনে ১ নম্বর ওয়ার্ডে তিনজন, ২ নম্বর ওয়ার্ডে দুজন, ৩ নম্বর ওয়ার্ডে চারজন এবং ৪ নম্বর ওয়ার্ডে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বগুড়া জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এ এস এম জাকির হোসেন জানান, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে ইভিএমে। নির্বাচনে ভোটার সংখ্যা ১ হাজার ৬২৫। এর মধ্যে দুজন মারা গেছেন। ভোটারদের মধ্যে আছেন উপজেলা পরিষদের ১২ জন চেয়ারম্যান, ২৪ ভাইস চেয়ারম্যান, বগুড়ার ১২ পৌরসভার ১২ মেয়র, ১৬০ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর, ১০৯ ইউপি চেয়ারম্যান এবং ১ হাজার ৩০৮ জন সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড সদস্যরা।
বিডি প্রতিদিন/এমআই