শিরোনাম
৪ অক্টোবর, ২০২২ ১০:১৬

বাগান দেখে কাঁদলেন কৃষক

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

বাগান দেখে কাঁদলেন কৃষক

ঢাকার ধামরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে এক কৃষকের শতাধিক কলা ও ইউক্যালিপটাস গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের ছোট নারায়নপুর গ্রামের রঞ্জু বেপারীর ছেলে কৃষক আনোয়ার হোসেনের জমিতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে তার জমির ফলন্ত কলা গাছ ও ইউক্যালিপটাস গাছ কাটা অবস্থায় দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয়দের প্রশ্ন, কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা? কলা গাছের কি দোষ ছিল?

সরেজমিনে দেখা যায়, কৃষক আনোয়ার হোসেন তার বাড়ির পাশেই ২৫ শতাংশ জমিতে প্রায় দুই শতাধিক কলা গাছ ও অর্ধশতাধিক ইউক্যালিপটাস (কাঠ) গাছের চারা রোপণ করেন কয়েক মাস আগে। অনেক গাছে কলা ধরতে শুরু করেছে। আর কিছুদিন পরই কলা বাজারজাত করার কথা ছিল তার। রাতের আঁধারে দুর্বৃত্তরা বাগানের শতাধিক কলা ও ইউক্যালিপটাস গাছ কেটে ফেলেছে।

কৃষক আনোয়ার হোসেন বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই আমার প্রতিবেশী মানিক, সমিছুল হকসহ কয়েকজন মিলে রাতের আঁধারে আমার শতাধিক কলা গাছ ও ইউক্যালিপটাস গাছ কেটে ফেলেছে। আমি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবো।

তবে অভিযুক্ত মানিক মিয়া এ গাছ কাটার কথা অস্বীকার করেছেন।

 এ বিষয়ে ধামরাই থানার ওসি (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর