ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর অপরাধকে না বলে মাদক, ধর্ষন, দুর্নীতিকে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বটতলী এলাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ আয়োজিত এক সভায় তারা এ শপথ নেয়।
এসময় উপস্থিত ৭ শতাধিক শিক্ষার্থী মাদক, জঙ্গিবাদ, বাল্য বিয়ে, ধর্ষণ ও দুর্নীতিকে লাল কার্ড প্রদর্শন ও দেশপ্রেম এবং সত্যবাদিতাকে সবুজ কার্ড প্রদর্শন করে।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান।
এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. রাসেল আহম্মেদ, জেলার প্রচার সম্পাদক মো. রাসেল আহমেদ, আশুগঞ্জ শাখার সভাপতি তাহমিদুল ইসলাম উৎস, অর্থ সম্পাদক মো. রামিম প্রমুখ।
পরে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শপথ করান অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ