দিনাজপুরের বীরগঞ্জে পৃথক ঘটনায় নদীর পানিতে পড়ে মো. রুমন (০৬) এবং পুকুরের পানিতে ডুবে মো. তৌফিকুর রহমান তজিম (১৩) নামে দুইজনের মৃত্যু হয়েছে। মৃত মো. রুমন বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের নর্তডাঙ্গী গাটুপাড়া গ্রামের মো. আইনুল ইসলামের ছেলে এবং মো. তৌফিকুর রহমান তামজি একই এলাকার বিজয়পুর গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে।
সোমবার দুপুরে নদীতে পড়ে মো. রুমন এবং পুকুরের পানিতে ডুবে মো. সফিকুর রহমানের মৃত্যু হয়।
নর্তডাঙ্গী গ্রামের বাসিন্দা মোঃ সাজেদুর রহমান সাজু জানান, দুপুরে নদী খননের বালুর উপর দিয়ে হেটে বাড়ী যাচ্ছিল উপজেলার ভোগনগর ইউনিয়নের নর্তডাঙ্গী গাটুপাড়া গ্রামের মোঃ রুমন এবং প্রতিবেশি মোঃ সাজ্জাদ হোসেন (৭)। এ সময় নদীর বালু ধসে মোঃ রুমন এবং মোঃ সাজ্জাদ হোসেন পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে মোঃ সাজ্জাদ হোসেনকে উদ্ধার করতে পারলেও মোঃ রুমনকে খুজে পাওয়া যায়নি। সংবাদ পেয়ে পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগীতায় মাছ ধরার জাল দিয়ে মৃত অবস্থায় মোঃ রুমনকে উদ্ধার করে।
এদিকে একই ইউনিনের ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ সাব্বির হাসান রয়েল জানান, সোমবার দুপুরে বাড়ীর পাশে পুকুরে ছাগলকে গোসল করাতে নামে বিজয়পুর গ্রামের মোঃ তৌফিকুর রহমান তজিম। গোসল করানোর এক পর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাজিউর রহমান রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম