ভোলায় পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন সুইপার আরেকজন বৃদ্ধ। ভোলা সদর হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. মামুন এ তথ্য নিশ্চিত করেন।
নিহত সুইপার নির্মল (৩০) সদর উপজেলা আলীনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মালীর ছেলে। তিনি পেশায় সুইপার ছিলেন। আজ সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে মোস্তফা কামাল বাসস্ট্যান্ডের একটি পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
অপরদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলার ইলিশা সড়কের গুপ্তমুন্সী এলাকায় দুইটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ইউছুফ আলী বয়াতি (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় পরাণগঞ্জ বাজার থেকে বাজার করে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এ ঘটনায় উভয় গাড়ির দুই চালক আহত হয়েছে। তারা স্থানীয় পর্যায়ে চিকিৎসা নিয়েছেন। গাড়ি দুইটি পুলিশের হেফাজতে রয়েছে।
ভোলা থানার ওসি মো. শাহীন ফকির জানান, উভয় ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম