গাজীপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত মো. মোতাহার হোসেন মোল্লা (মোটরসাইকেল) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৩৩০টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) এস এম মোকসেদ আলম (আনারস) পেয়েছেন ২৯৪ ভোট। অপর প্রার্থী মো. সামসুদ্দিন খন্দকার (চশমা) পেয়েছেন ৩ ভোট।
গাজীপুরের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার আনিসুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
এদিকে ২নং ওয়ার্ডের সদস্য পদে মো. আমিনুর রহমান (ক্রিকেট ব্যাট), ৩নং ওয়ার্ডে মো. আব্দুস ছালাম (হাতি), ৪নং ওয়ার্ডে মো. আনিছুর রহমান (বৈদ্যুতিক পাখা), ৫নং ওয়ার্ডে মো. দেলোয়ার হোসেন (তালা) নির্বাচিত হয়েছেন। তাছাড়া ১নং ওয়ার্ডে সদস্য পদে বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১নং সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য পদে মাহমুদা ইয়াসমিন (টেবিল ঘড়ি) এবং ২নং ওয়ার্ডে উম্মে কুলসুম শিল্পী (দোয়াত কলম) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, জেলার পাঁচটি উপজেলায় ছয়টি কেন্দ্রে ১০টি কক্ষে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৩৬জন। এর মধ্যে পুরুষ ৪৮৪জন ও নারী ১৫২জন। নির্বাচনে সাধারণ ওয়ার্ড ৫টি, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সংখ্যা ২টি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ