মুন্সিগঞ্জ জেলা সদরের চরাঞ্চলে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। নিহতের নাম মনির মোল্লা।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার আগে আধারা ইউনিয়নের সুলারচর গ্রামে আব্দুল হক মোল্লা ও সুরুজ মেম্বার পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
এ সময় মনির মোল্লা নামের একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।
মনির মোল্লার জামাতা মো. আবুল বাশার সংবাদমাধ্যমকে বলেন, আমার শ্বশুর আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছিলেন। তখন তার শরীরে গুলি লাগে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ