বগুড়ার নন্দীগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আবু বক্কর সিদ্দিক (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের ডেরাহার গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, ভ্যানচালক আবু বক্কর সকাল ৭ টার দিকে ওমরপুর বাজারে আসেন। এরপর যাত্রী উঠানোর জন্য ভ্যান নিয়ে তিনি মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় নাটোর থেকে বগুড়াগামী একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় আবু বক্কর মহাসড়কে পড়ে সেখানেই মারা যান। স্থানীয়রা অ্যাম্বুলেন্সটি আটক করলেও চালক কৌশলে পালিয়ে যান।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ অ্যাম্বুলেন্সটি ও আবু বক্করের মরদেহ হেফাজতে নিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল