শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচন। সাধারণ সদস্য পদে সব কয়টিতেই জয় পেয়েছে নতুনেরা। এছাড়া সংরক্ষিত ওয়ার্ডে দু’টিতেই সাবেক সদস্যরা বহাল রয়েছে। তবে চেয়ারম্যান পদে ছাবেদুর রহমান খোকা সিকদার ও ৫ নং ওয়ার্ডের সদস্য পদে আ: কাইউম পাইক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আগেই।
শরীয়তপুর জেলা পরিষদে এবারের নির্বাচনে ৬টি ওয়ার্ডে মধ্যে সাধারণ সদস্য পদে ভোট অনুষ্ঠিত হয়েছে ৫টি ওয়ার্ডে। ১ নং ওয়ার্ডে মো. বোরহান মুন্সি, ২ নং ওয়ার্ডে নেছার উদ্দিন মাদবর, ৩ নং ওয়ার্ডে মো. ইকবাল হোসেন ওসমান মীর, ৪ নং ওয়ার্ডে আলী আজগর চুন্নু ও ৬ নং ওয়ার্ডে আব্রাহাম লিংকন নির্বাচিত হয়েছে।
এছাড়া সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ১ নং ওয়ার্ডে আসমা আক্তার ও ২ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছে হাবিনুন নাহার নিপা।
এ বছর শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচন সাধারণ আসনে ১৬ জন প্রার্থী ও সংরক্ষিত আসনে ৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৬৫ টি ইউনিয়নের ৬ টি উপজেলার ৫টি পৌরসভার ৯১৫ জন ভোটার ভোট প্রদান করেন।
শরীয়তপুর ৩ নং ওয়ার্ডের নির্বাচিত প্রার্থী ইকবাল হোসেন মীর বলেন, এ বছর ভোটাররা নতুনদের ওপর বিশ্বাস রেখেছে, তাই এ বছর সব কয়টিতেই নতুনরা নির্বাচিত হয়েছেন। ভোটাররা আমার ওপর আস্থা রেখেছে। আমি এর প্রতিদান দেব।
বিডিপ্রতিদিন/ফারজানা