‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে নানা আয়োজনে শেখ রাসেল দিবস ২০২২’ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের ৫৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় দিবস পালন করা হয়।
এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কু প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল