চুয়াডাঙ্গায় নানা কর্মসূচিতে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয় র্যালি। এর আগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের নেতৃত্বে শুরু হয় র্যালি। শহর প্রদক্ষিণ শেষে র্যালিটি আবারও জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালিতে পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় শেখ রাসেল দিবস।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন