ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ স্লোগানে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের হল রুমে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমার সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান, বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল