পুষ্পার্ঘ্য অর্পণ, মিলাদ মাহফিল, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বান্দরবানে মঙ্গলবার ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষে শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ অন্যান্য প্রতিষ্ঠান একে একে শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন স্থানীয় কালেক্টরেট সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। এদিকে শেখ রাসেলের ৫৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা ছাত্রলীগের উদ্যোগে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন