গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশন চত্বরে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে জিসিরি ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে গাজীপুর সিটি কর্পোরেশনের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে গাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম শফিউল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিসিসির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। অনুষ্ঠানে অংশ নেন জিসিসির সচিব মো: আব্দুল হান্নান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আকবর হোসেন, তত্তাবধায়ক প্রকৌশলী মো: মজিবুর রহমান কাজল, জিসিসির কাউন্সিলর মো: শাহজাহান মিয়া প্রমুখ। পরে শেখ রাসেলের ছবি অংকিত বিশাল আকৃতির একটি কেক তাঁর জন্মদিন উদযাপন করা হয়।
বিডি প্রতিদিন/এএ