সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের আর মাত্র ১৫ দিন বাকি। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করে নির্বাচন কমিশন। উপজেলা সার্ভার স্টেশনে লটারির মাধ্যমে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন রির্টানিং অফিসার ও মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন। এদিকে বরাদ্দের পর প্রতীক নিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারে নেমেছেন ৬ মেয়র প্রার্থীসহ মোট ৭৭ জন।
মিছিল-উল্লাস করেন প্রার্থীদের অনুসারীরা। দেওয়া হয় মোটরসাইকেল শোডাউনও। শুরু হয়েছে ছন্দ-শ্লোকে মাইকযোগে প্রচারণা। নির্বাচনে মেয়র পদে দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন আওয়ামী লীগের মো. ফারুক আহমদ (নৌকা) ও জমিয়তে উলামায়ে ইসলাম’র মাওলানা শিব্বির আহমদ (খেজুর গাছ)।
মেয়র পদে স্বতস্ত্র হিসেবে লড়ছেন আরো ৪ জন। তারা হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান (জগ প্রতীক), উপজেলা বিএনপি সভাপতি জালাল উদ্দিন (হ্যাঙ্গার), যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না (মোবাইল ফোন), যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন (নারকেল গাছ)।
এছাড়াও ৫৮ জন সাধারণ কাউন্সিলর ও ১৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ২রা নভেম্বর প্রথমবারের মতো ইভিএম প্রদ্ধতিতে অনুষ্ঠিত হবে বিশ্বনাথ পৌরসভা নির্বাচন।
বিডি প্রতিদিন/হিমেল