ফেনীতে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার জাকির হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মঞ্জুরুল ইসলাম, সিভিল সার্জন ডা. রফিক-উস সালেহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেবসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ ও ‘শেখ রাসেল স্কুল অব ফিউচার’ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচার করা হয়। এছাড়া জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভায় পৃথক পৃথকভাবে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই