খাগড়াছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানানো হয়।
আলোচনা সভায় শেখ রাসেলের ছোট বেলার স্মৃতিচারণ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম কিশোর ত্রিপুরা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত আসনে মহিলা এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, পাজেপ সদস্য শতরুপা চাকমা, শাহিনা আক্তার, খোকনেশ্বর ত্রিপুরা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমাসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই