শেখ রাসেল দিবস উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ঝিনাইদহ কালীগঞ্জের শেখ রাসেল দিবস উপলক্ষে কালীগঞ্জের আনোয়ারুল আজীম আনার ও আলহাজ্ব বদরউদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে ৩শ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পুষ্টিকর খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে এবং মোচিক আখচাষী কল্যাণ সমিতি ও চ্যালেঞ্জার মানব উন্নয়ন সংস্থার যৌর্থ উদ্দোগে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের দাতা সদস্য সাংবাদিক ও কলামিষ্ট আলহাজ্ব এম.এ. কাদের, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্রা এর আর.এম.ও ডা: আজগর আলী, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক আজমিরা চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন চ্যালেঞ্জার মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সোহেল আহম্মেদ। সভা পরিচালনা করেন সহকারী শিক্ষক সাংবাদিক শাহ আলম। এছাড়া শেখ রাসেল দিবস সদর উপজেলার খড়িখালি মায়াময় মাধ্যমিক বালিকা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক স্বপন ভট্টাচার্য্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যলয়ের সভাপতি প্রণব কুমার ব্যানার্জী, অভিভাবক সদস্য আঃ রহমান, শাহা জালাল এবং বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ছাত্রীবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ