ফেনীর দাগনভুঞায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান মিঠু (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের উত্তর কুশুল্লাপুর গ্রামের মোড়বাগ নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান মিঠু একই এলাকার মো. সোহাগের ছেলে। তিনি পেশায় একজন গাড়ি মেকানিক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পুকুরে সেচের জন্য ইলেকট্রিক মোটর চালিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয় মিঠু। একপর্যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই