ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ট্রাকচাপায় মো. রাসেল মিয়া (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকালে সরাইল-নাসিরনগর সড়কে সরাইল উপজেলা ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত রাসেল সরাইলের কালিকচ্ছ গ্রামের বারজীবি পাড়ার রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে নাসিরনগরমুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা বিশ্বরোডমুখী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন জানান, ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় এর চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম