নারায়নগঞ্জের রূপগঞ্জে ডাকাত সর্দার সুমনসহ ৬ ডাকাত গ্রেফতার করেছে র্যাব। বৃহম্পতিবার রাতে বিশেষ অভিযানে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকা থেকে অস্ত্রসহ এ ডাকাত দলকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হল- ডাকাত সর্দার মো. সুমন (৩৮), মোঃ সুজন মিয়া (৩৪), মোঃ রুবেল (২৬), মোঃ সাজু মিয়া (৪৪), বাসুদেব বিশ্বাস আবু বক্কর সিদ্দিক (২৮), আশিক চন্দ্র দাস (২৫)।
এ সময় ডাকাতদের কাছ থেকে ২টি রামদা, ১টি তলোয়ার, ১টি চাপাতি, ২টি ছোরা, ২টি লোহার শাবল, ১টি হাতুরি, ১টি লোহার পাইপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের নামে রূপাগঞ্জসহ বিভিন্ন থানায় মাদক, অস্ত্র ও ডাকাতি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএম