সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন ও বাংলাদেশ আওয়ামীলীগ বোচাগঞ্জ্ শাখা বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
কর্মসূচীর মধ্যে ছিল শুক্রবার সকাল সাড়ে ৮টায় ধনতলাস্থ মরহুমের পারিবারিক সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল ৯টায় মিলাদ মাহফিল ও দোয়া। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে মরহুমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মরহুম আব্দুর রৌফ চৌধুরীর একমাত্র পুত্র নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
এছাড়াও আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন, খালাসউদ্দীন চৌধুরী ওয়াক্ফ এষ্টেট, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, বোচাগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,সেতাবগঞ্জ পৌরসভা, বিরল উপজেলা আওয়ামীলীগ, বোচাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, দিনাজপুর জেলা আওয়ামীলীগ, সেতাবগঞ্জ প্রেসক্লাব, সেতাবগঞ্জ সরকারি কলেজ, সেতাবগঞ্জ মহিলা কলেজ, হাট রামপুর ডিগ্রী কলেজ, দেওগাঁও বকুলতলা ডিগ্রী কলেজ, সেতাবগঞ্জ পৌর আওয়ামীলীগ, সেতাবগঞ্জ বনিক সমিতি, বিভন্ন সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ দিনাজপুর, বিরল, বীরগঞ্জ, কাহারোল ও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
দোয়া অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। পরে মরুহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সেতাবগঞ্জ বাজার বটতলা মসজিদের খতিব হাফেজ মাওলানা ওবায়দুর রহমান।
এদিকে বাংলাদেশ আওয়ামীলীগ বোচাগঞ্জ উপজেলা শাখা মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন, সকাল সাড়ে ৮টায় শ্রদ্ধাঞ্চলি নিবেদন ও বিকাল ৪টায় আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে স্মরণ সভার আয়োজন করেন।
বিডি প্রতিদিন/হিমেল