নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ বছরের এক শিশুকন্যা সানজিদাকে অপহরণের পর মুক্তিপণ আদায় করার ঘটনায় অপহরণকারী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে ফতুল্লার বিসিক ভাঙ্গা ক্লাব এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারী স্বামী স্ত্রীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ফতুল্লার পশ্চিম দেওভোগ নুর মসজিদ এলাকার শাহ মোহাম্মদ হুমায়ুন কবিরের পুত্র শাহ মোঃ আজমির (২৪) ও তার স্ত্রী ইমু আক্তার (২২)। এ ঘটনায় অপহৃত শিশুটির বাবা আব্দুল হক বাদী হয়ে গ্রেফতারকৃত স্বামী ও স্ত্রীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পাগলা এলাকাস্থ বাসার সামনে খেলার সময় বাদীর ৬ বছর বয়সী শিশু মেয়ে সানজিদাকে কৌশলে অপহরণ করে আজমির। শিশুকে না পেয়ে তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজির একপর্যায়ে রাত সাতটার দিকে গ্রেফতারকৃত আজমির শিশুর বাবার মোবাইল নাম্বারে ফোন করে মুক্তিপণ দাবি করে। পরে স্থানীয় দোকান মালিক আরিফের ফোনের একটি বিকাশ নাম্বার দিয়ে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। শিশুর বাবা ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল খান বিকাশ নাম্বার ট্র্যাকিং করে ফ্যাক্সি লোডের দোকান শনাক্ত করে। এরআগে কৌশলে ঐ বিকাশ নাম্বারে দুই হাজার টাকা পাঠিয়ে বলে বাকি টাকা দিচ্ছি- এই বলে সময় নেয়া হয়। পরে দোকানদারের মাধ্যমে আজমিরকে বলে বিকাশে টাকা আসছে এসে নিয়ে যান। আজমির মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশের হাতে আটক হয়। পরে তাকে নিয়ে এসআই মোস্তফা কামাল খান শিশু উদ্ধারে অভিযানে বের হয়। আজমির পুলিশকে হয়রানি করতে একেক স্থানে নিয়ে যায়। পরে আজমিরের বাবা মা এবং মামা ও নানীকে পুলিশের কব্জায় নিয়ে আজমিরের ভাড়াটিয়া বাসা বিসিক ভাঙ্গা ক্লাব এলাকা থেকে শিশুকে উদ্ধার করা হয়। এসময় আজমিরের স্ত্রীকে আটক করা হয়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল খান জানান, শিশু অপহরনের ঘটনায় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে।
বিডি প্রতিদিন/এএম