বগুড়া ডিবি পুলিশ ও শিবগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজা ও ৫০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করেছে ডিবি পুলিশ। গ্রেজারকৃত আসামিদের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের পর শনিবার বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- কুড়িগ্রাম জেলা সদরের বানিয়াপাড়া (চৌকিদারপাড়া) এলাকার খলিলুর রহমানের ছেলে ফরহাদ আলী (২৫) ও বগুড়া জেলা সদরের বাদুরতলা ইদ্রিস খাঁন লেন এলাকার মৃত বাবলু আকন্দের ছেলে সাজেল মাহমুদ (৩০)। শিবগঞ্জ থানায় গ্রেফতারকৃতরা হলো লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার মধ্য সিংগীমারী এলাকার খায়রুল ইসলাম দুলাল (২৩) ও লালমনিরহাট সদর উপজেলার সিপিরকুঠি কুলিয়ারহাট এলাকার আকলিমা বেগম (৩৫)।
জানাগেছে, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বগুড়া ডিবির একটি টিম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেটের পূর্ব পার্শ্বে রংপুর-ঢাকা মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে। এসময় একটি সাদা রংয়ের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ক ০৩-৩২৬৩) এর মাঝখানের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৫ কেজি গাঁজাসহ আসামী ফরহাদ আলীকে (২৫) গ্রেফতার করে। অপরদিকে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পৃথক আরেকটি অভিযান চালিয়ে বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন জোব্বার হোটল এন্ড রেস্টুরেন্ট এর সামনে বগুড়া-ঢাকা মহাসড়ক থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাজেল মাহমুদকে (৩০) গ্রেফতার করে ডিবি পুলিশ।
বগুড়া ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বগুড়া সদর ও শাজাহানপুর থানায় পৃথক মামলা দায়েরের পর শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, বগুড়ার শিবগঞ্জে ৬ কেজি গাঁজাসহ ২ মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সোয়া ১ টায় উপজেলার মোকামতলা বন্দরের বগুড়া-রংপুর মহাসড়কের গোল্ডেন চাইল্ড এডুকেশন স্কুলের সামনে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ঢাকাগামী পিংকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ খায়রুল ইসলাম দুলাল (২৩) কে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের এক ঘন্টা পর লালমনিরহাট টু ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ আকলিমা বেগমকে গ্রেফতার করা হয়।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম