কুমিল্লার চৌদ্দগ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর লিটন মিয়াকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি পৌরসভার ৯ নম্বর রামচন্দ্রপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।
থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে শ্বশুর লিটন মিয়াকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামী প্রবাসে থাকেন। তিনি তার দেড় বছরের শিশু সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে থাকেন। শুক্রবার (২১ অক্টোবর) তার শাশুড়ি বেড়াতে যায়। রাত আনুমানিক ১টায় শ্বশুর তাকে ধর্ষণ করে।
ওসি শুভ রঞ্জন চাকমা জানান, গৃহবধূ শ্বশুর লিটন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। শ্বশুর লিটন মিয়া পুত্রবধুকে ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন। পুলিশ মেডিক্যাল পরীক্ষার জন্য গৃহবধূকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে। লিটন মিয়াকে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম