ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি ঢাকা-সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম, বাস মালিক সমিতির সদস্য জুয়েল, উপজেলার ছাত্রলীগ সভাপতি শরিফ উদ্দিন, কমিউনিটি পুলিশের সহ-সভাপতি সেলিম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম