চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় কাভার্ডভ্যান চাপায় মাওলানা মো. জসিম উদ্দিন (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (৩০ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার বানিয়ারছড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন লামা উপজেলার ফাইতং ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা ও বানিয়ারছড়া স্টেশনের ব্যবসায়ী ছিলেন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদুল আলম ভুঁইয়া বলেন, রাতে কক্সবাজারগামী একটি বাঁশ বোঝাই ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লাগে কাভার্ডভ্যানের। এসময় দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে চাপা দেয় কাভার্ডভ্যানটি। ওই সময় ঘটনাস্থলে মারা যায় ওই ব্যক্তি।
তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        