কক্সবাজারের টেকনাফে হত্যা ও একাধিক মামলার পলাতক আসামি শামসুল হক প্রকাশ বদাপুলাকে (৩৭) পিস্তল-গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছেন- টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ প্রকাশ ছেপ্পুরির ছেলে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে এসব নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি তার শয়ন কক্ষের ভিতরে তোষকের নিচ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি বের করে দেয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও গুলি রাখার দায়ে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু করে তাকে কক্সবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম