বগুড়ার ধুনটে পানিতে পড়ে গিয়ে মারিয়া খাতুন (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে ধুনট উপজেলার নিমগাছী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মারিয়া খাতুন ওই গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মারিয়া খাতুন বসতবাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। এসময় তার পরিবারেরর লোকজন গৃহস্থালীর কাজ করছিল। এ সময় সকলের অগোচরে শিশু মারিয়া খাতুন হামাগুড়ি দিয়ে বাড়ির পাশে খালে গড়িয়ে পড়ে পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে খালের পানি থেকে মারিয়া খাতুনের মৃতদেহ উদ্ধার করে।
ধুনট থানার এসআই অমিত বিশ্বাস জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ময়নাতদন্তে ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম