কুমিল্লায় জামায়াতের মিছিল থেকে দুইজনকে আটক করা হয়েছে।
শনিবার বিকেলে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকা থেকে তাদের আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
জানা গেছে, শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত। এ সময় সালাউদ্দিন হোটেল মোড় থেকে টমছমব্রিজ এলাকায় আসলে পুলিশ তাদের ধাওয়া করে। এতে মিছিলটি পণ্ড হয়ে যায়। এ সময় দুইজনকে আটক করা হয়। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, জামায়াতের মিছিল শেষ হবার পর দু'জনকে আটক করা হয়েছে। মামলার আসামি সন্দেহে তাদের আটক করা হয়। তাদের পরিচয় মিলিয়ে দেখা হচ্ছে। আসামি হলে তাদের গ্রেফতার দেখানো হবে।
বিডি-প্রতিদিন/বাজিত