বেগম খালেদা জিয়াসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিক্ষোভ মিছিলটি বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়ন এবং বেগম খালেদা জিয়াসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবি করেন।বিডিপ্রতিদিন/কবিরুল