২৭ ডিসেম্বর, ২০২২ ০৪:৩৯

মোটরসাইকেল খাদে পড়ে যুবক নিহত

অনলাইন ডেস্ক

মোটরসাইকেল খাদে পড়ে যুবক নিহত

প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ৮টায় হাটহাজারির আমান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ সোলাইমান (২৪), তিনি নগরীর বায়েজিদ বোস্তামী কুলগাঁও জালালাবাদ এলাকার মোহাম্মদ খায়রুল বশরের ছেলে।

নিহতের চাচাতো ভাই মো. পারভেজ বলেন, মোটরসাইকেলে করে ফতেয়াবাদ থেকে সন্ধ্যায় বাসায় ফিরছিলেন সোলাইমান। পথে আমান বাজার এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে পড়ে যায়। এতে সোলাইমান গুরুতর আহত হন। পরে স্থানীয় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান। তিনি জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সোলাইমানকে হাসপাতালে আনা হলে রাত পৌনে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর