শিরোনাম
২৯ ডিসেম্বর, ২০২২ ১৬:৪৮

কলাপাড়ায় দুই ট্রলারের মধ্যে সংঘর্ষ, ৬ জেলে আহত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ায় দুই ট্রলারের মধ্যে সংঘর্ষ, ৬ জেলে আহত

পটুয়াখালীর কলাপাড়ায় ইট টানা ট্রলার ও মাছ ধরা ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ৬ জেলে আহত হয়েছে। বুধবার রাতে পায়রাবন্দর এলাকা সংলগ্ন আন্দারমানিক নদীতে এই ঘটনা ঘটে।

আহতরা হলো- আনোয়ার (৫৫), ইলিয়াস (৩০), ইয়াকুব হোসেন (৩৫), জাহিদুল ইসলাম (২২), জহিরুল ইসলাম (১৭), মিরাজ (২০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহত জেলে ইলিয়াসকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে বরিশাল পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মাছ ধরা ট্রলারের মালিক কুদ্দুস মাঝি বলেন, তারা ট্রলার নিয়ে মাছ ধরার জন্য রামনাবাদ চ্যানেলে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইট টানা ট্রলার তাদের ট্রলারে ধাক্কা দেয়। ট্রলারে থাকা জেলেরা আহত হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, খবর শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডিপ্রতিদিন/কবিরুল 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর