নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় নূরজাহান বেগম (৪৮) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে শনিবার বিকালে শিমরাইল-ইপিজেড-নারায়নগঞ্জ সড়কের সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত নূরজাহান বেগম নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার মো. জাবেদ আলীর স্ত্রী।
নিহত নূরজাহান বেগমের স্বজন মো. মোক্তার হোসেন জানান, তিনি আজ সকালে তার মেয়ের বাড়ি চৌধুরীবাড়ি এলাকায় বেড়াতে যান। বেড়ানো শেষে তার নিজ বাড়ি নবীগঞ্জ যাওয়ার পথে চৌধুরীবাড়ি এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান। আহত অবস্থায় তাকে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এসময় স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেয়। তবে ট্রাকচালক কৌশলে পালিয়ে যান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। জড়িত ট্রাক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ