“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে লক্ষ্মীপুরে উদযাপিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩। দিবসটি উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদর্শন করে। এতে অংশ নেয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সিভিল সার্জন আহমেদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নুর এ আলম, জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মদ পাটোয়ারী প্রমুখ। সভা শেষে জেলার ১৫ জন ভিক্ষুককে পুণর্বাসনের লক্ষে তাদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ