২ জানুয়ারি, ২০২৩ ২১:১১

বগুড়ায় সমাজ সেবা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় সমাজ সেবা দিবস পালিত

বগুড়ায় সমাজ সেবা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে নানা আয়োজনের মধ্যদিয়ে এ দিবস পালন করা হয়। দিবসটির উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল হক। 

এর আগে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। 
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন সরকার দেশের সল্প আয়ের মানুষকে সামাজিক বেষ্টনির মধ্যে এনে স্মার্ট বাংলাদেশ গড়তে চায়। সমাজের পিছিয়ে পড়া ভিক্ষুক থেকে শুরু করে দরিদ্র জনগোষ্ঠিকে আর্থিক সহায়তা দিচ্ছে।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু সাঈদ মো. কাওসার রহমান। এসময় অন্যান্যের মধ্যে রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা বেগম, জেলা পরিষদ চেয়াম্যান ডা. মকবুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার রুহুল আমিন বাবলু, আখতারুজ্জামান।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর