নেত্রকোনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ৩১ ব্যাটালিয়নের সদস্যরা।
নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পাড়লা বিজিবি ক্যাম্প সংলগ্ন পাড়লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকালে বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে এ সকল কম্বল বিতরণ করা হয়। এসময় আশপাশের এলাকার প্রায় পাঁচ শতাধিক দরিদ্র নারী পুরুষ কম্বল নিতে আসেন।
বিজিবি আয়োজিত কম্বল বিতরণ উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নেত্রকোনা ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।
এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ জানান, বিভিন্ন সময়ে দেশের যেকোনো ক্রান্তিলগ্নে সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করেছে বিজিবি। পর্যায়ক্রমে নেত্রকোনার সবগুলো বিওপিতে শীতবস্ত্র বিতরণ করা হবে। এছাড়াও জেলার সীমান্তে চোরাচালান বন্ধে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল