শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদী পার হতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন জাহান উদ্দিন চোকদার। ঘটনার পাঁচদিন পর বৃহস্পতিবার তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের গোরাইল এলাকার কীর্তিনাশা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গত শনিবার ভোর ৪ টার দিকে উপজেলার জপসা ইউনিয়নের লক্ষ্মীবাজার রমেশ মাঝি খেয়াঘাটের কাছে নদী পার হতে গিয়ে নিখোঁজ হন জাহান।
জাহান উদ্দিন চোকদার (২৭) জপসা ইউনিয়নের লক্ষ্মীবাজার এলাকার আমজেদ আলী চোকদারের ছেলে। তিনি মাটিকাটা শ্রমিকের কাজ করতেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, জাহান উদ্দিনের মরদেহ নদীতে পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই।
বিডিপ্রতিদিন/কবিরুল