১২ জানুয়ারি, ২০২৩ ১৭:৩৪

ভেদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

শরীয়তপুর প্রতিনিধি


ভেদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রতীকী ছবি

শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলায় ইট বোঝাই একটি ট্রলি উল্টে গাছের সাথে চাপা পড়ে ট্রলিটির হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার সখিপুর থানার চারভাগা ইউনিয়নের বঙ্গবন্ধু স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত জসিম বেপারি (২৫) উপজেলার চারভাগা ইউনিয়নের মালত কান্দি গ্রামের জাহাঙ্গীর বেপারির ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, ট্রলি ড্রাইভার অনিকের সাথে নিহত হেলপার জসিম কার্তিকপুর ইটভাটা থেকে ইট বোঝাই করে বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন সড়ক দিয়ে পার্শ্ববর্তী মমিন আলী মোল্লার বাজারে দিকে রওনা দেন। এসময় বঙ্গবন্ধু স্কুল এন্ড কলেজের পাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারায়। এসময় অনিক নিজেকে বাঁচাতে রাস্তার পাশে একটি পুকুরে লাফ এবং সাথে থাকা হেলপার অন্য পাশে লাফ দিলেও তার শেষরক্ষা হয়নি। ট্রলিটিও জসিমের ওপর উল্টে পড়ে। পরে খবর পেয়ে এলাকাবাসী তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার জানান, ট্রলি দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর