১৪ জানুয়ারি, ২০২৩ ০০:০৮

মোবাইল কেড়ে নেওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি

মোবাইল কেড়ে নেওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবাইল কেড়ে নেওয়ায় মায়ের সাথে অভিমান করে লিজা খাতুন (১৭) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার পূর্বদেলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কলেজ ছাত্রী উপজেলার পূর্বদেলুয়া গ্রামের লুৎফর রহমানের মেয়ে ও উল্লাপাড়ার এইচটি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মৃধা জানান, পড়াশোনা বাদ দিয়ে সর্বক্ষন মোবাইলে টিকটক ভিডিও দেখতো লিজা। এজন্য তার মা প্রায়ই বকাবকি করতেন তাকে। শুক্রবার সকালে লিজার ফোন কেড়ে নিয়ে তাকে বকাঝকা করে কাজে চলে যান তার মা। পরে দুপুরের দিকে তার বাবা ঘরে এসে দেখেন নিজের ঘরে গলায় ওড়না ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে লিজা। 

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরুতহাল রিপোর্ট তৈরি করে। কিন্তু কারও কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর