বাগেরহাটের মোরেলগঞ্জে দেড় কেজি গাঁজাসহ আবু সাইদ হাওলাদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে চরহোগলাবুনিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। সে ওই গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে।
পুলিশ তার দেখানো মতে বসতঘর থেকে দেড় কজি গাঁজা উদ্ধার করেছে। যার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, আবু সাইদ একজন মাদক বিক্রেতা। সে গাঁজার একটি চালান নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের দুটি দল তাকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ