গোপালগঞ্জে কনসার্টে মাদককে লালকার্ড দেখিয়ে শপথ নিয়েছেন হাজারো জনতা। শুক্রবার রাতে গোপালগঞ্জ শহরের পৌরপার্কে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মাদক বিরোধী কনসার্টে উপস্থিত হাজারো জনতা প্রথমে মাদককে না বলে লালকার্ড প্রদর্শন করেন। পরে তারা মাদক বিরোধী শপথ নেন।
কনসার্ট উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এসকে ইফতেখার মোহাম্মদ উমায়ের।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি গাজী মুস্তাফিজুর রহমান দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা ডা. সিদ্ধেশ্বর মজুমদার, গোবরা ইউপি চেয়ারম্যান চৌধূরী শফিকুল ইসলাম টুটুল, গোপালগঞ্জ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অ্যাড. মাহাবুবুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। এরপর সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে মাদক বিরোধী কনসার্ট। এই কনসার্টে ভারত ও বাংলাদেশের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
কনসার্ট যখন জমে ওঠে তখন হাজারো জনতা লালকার্ড হাতে নিয়ে মাদককে না বলেন। এরপর তারা মাদক বিরোধী শপথ গ্রহণ করেন। কনসার্ট থেকে তারা মাদক বিরোধী দীপ্ত শপথ মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে বাড়ি ফেরেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এসকে ইফতেখার মোহাম্মদ উমায়ের বলেন, মাদক বিরোধী কনসার্টে বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এই কনসার্টে ব্যাপক সাড়া পড়েছে। সমাবেশে মাদকের কুফল ও ক্ষতিকর দিক দিয়ে আলোচনা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল