১৫ জানুয়ারি, ২০২৩ ১৭:২৪

নাটোরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোর প্রতিনিধি:

নাটোরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোরের সিংড়ায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাতে চক হিয়াতপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে সিংড়া উপজেলার চক হিয়াতপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া গ্রামের মৃত হাছেন প্রামাণিকের ছেলে মো. আব্দুর রাজ্জাক প্রামাণিক (৬২) ও একই গ্রামের বুলু ফকিরের ছেলে মো. কালু ফকির (৪০)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

সর্বশেষ খবর