গাজীপুরে ট্রেনের ধাক্কায় শাহাবুদ্দিন মিয়া (৩৫) নামের এক বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। মৃত শাহাবুদ্দিন মিয়া ভোলার লালমোহন থানার চর উমেদ গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের মিরেরবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, বাক প্রতিবন্ধী শাহাবুদ্দিন বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে কাজে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরে টঙ্গী-ভৈরব রেললাইনের মিরেরবাজার রেলক্রসিং সংলগ্ন এলাকায় ঢাকামুখী তিতাস কমিউটার ট্রেন তাকে ধাক্কা দেয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরেরবাজার রেলক্রসিং সংলগ্ন এলাকায় দুর্ঘটনার তথ্য পেয়ে রেলওয়ে পুলিশকে জানানো হলে তারা লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ