বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রাজশাহী জেলা কমিটির নির্বাচনে ভোটগ্রহণ চলছে। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল ৯টায় সাহেববাজার স্বর্ণকারপট্টি কার্যালয়ে এই ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিকাশ কুমার সরকার জানান, এবারের নির্বাচনে ২১টি পদে মোট ৪৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাধিকার প্রয়োগ করবেন ৪৫৬ জন ভোটার।
বিডি প্রতিদিন/কালাম