বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করেছে বলেই দেশের এত উন্নয়ন। অসহায়, দরিদ্র মানুষরা প্রধানমন্ত্রীর বিভিন্ন ধরনের সহযোগিতার সুফল ভোগ করছেন। শান্তিতে বসবাস করছেন। বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্বাস্থ্যসেবার উন্নয়ন হয়েছে। আর উন্নয়ন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে বাংলার জনগণের ভাগ্যের পরিবর্তন হয়েছে।
শনিবার সকালে দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ ও বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বাইসাইকেল এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হুইপ ইকবালুর রহিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও পদ্মা সেতুর বিরোধিতাকারী বিএনপি নেতারাই পদ্মা সেতুর সুফল ভোগ করছেন। বিএনপি নেতারা পদ্মা সেতু দিয়েই চলাচল করছেন। আর সেই সেতু পার হয়েই শেখ হাসিনার উন্নয়নের বিরোধিতা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন। এখন মানুষ এক দেশ থেকে আরেক দেশে ভিডিও কনফারেন্সে কথা বলতে পারছেন। বিএনপি যতই এই উন্নয়নের বিরোধিতা করুক, জনগণের মন জয় করতে পারবে না। আর শেখ হাসিনাকে দেশ ও দেশের মানুষের উন্নয়নে থামাতে পারবে না। বিএনপির সকল ষড়যন্ত্রকেই জনগণ প্রত্যাখ্যান করেছে।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিচুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ইয়াজ দান মার্শাল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোস্না, সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী ও সাবেক সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        