ঝিনাইদহে শহরের বাস-টার্মিনাল এলাকা থেকে তিন নারীসহ চারজন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন-মুসলিম আলী, সেকুতারা, দিলারা খাতুন ও লিচুয়ারা খাতুন। তারা সবাই কক্সবাজারের উখিয়া থানার ট্যাংখালী, বালুখালী ও জামতলী ক্যাম্পের শরণার্থী বলে জানা গেছে।
ওসি শেখ মোহাম্মদ সোহেল জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দর্শনাগামী সেন্টমার্টিন নামে একটি বাসে কয়েকজন নারী-পুরুষ মাদক বহন করছেন, এমন গোপন তথ্য পেয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। তবে ওই সময় তাদের কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এমআই