২৯ জানুয়ারি, ২০২৩ ১৫:০৬

কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. এমদাদুল হক বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকন উদ্দিন আহম্মদ।

সকালে বেলুন উড়িয়ে ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্রীরা মনোজ্ঞ ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করে। 

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপদ ভঞ্জন বনিক, সিনিয়র শিক্ষক আবুল হাসেম বিএসসি, বিদ্যালয়ের ক্রীড়া উপ পরিষদের আহ্বায়ক পান্না দত্ত রায়সহ অন্যান্য শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন। 

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর